তারিখ প্রদর্শন

সিরিয়ায় ইসরায়েলের ২৫০ হামলা, প্রধান সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ

সিরিয়ায় ইসরায়েলের ২৫০ হামলা, প্রধান সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ
সিরিয়ায় ইসরায়েলের ২৫০ হামলা, প্রধান সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ। ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। সিরিয়ার কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গতকাল সোমবার ৯ই ডিসেম্বর ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার তিনটি প্রধান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

কামিশলি, শিনশার এবং আকরবা বিমানঘাঁটিতে চালানো এই হামলায় সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও বিমান ধ্বংস হয়েছে। এর আগের দিন রোববার সিরিয়ার ক্ষেপণাস্ত্রভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্রাগার ও সামরিক ট্যাঙ্ক লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়।

টাইমস অব ইসরায়েল এর প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে সিরিয়ার সামরিক স্থাপনায় আক্রমণ চালিয়ে আসছে। ধারণা করা হচ্ছে, এ পর্যন্ত ইসরায়েল অন্তত ২৫০ বার হামলা করেছে। তবে পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, আসাদের পতনের পর এই সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন, গতকাল সোমবারেই শতাধিক হামলা হয়েছে। এর মধ্যে বারজাহ সায়েন্টিফিক রিসার্চ সেন্টার উল্লেখযোগ্য।

ইসরায়েলের এই আক্রমণ সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংসের কৌশল বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

আমাদের ফলো করুন