বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়েছে।
গতকাল সোমবার ৯ই ডিসেম্বর পাঠানো এই নির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবসহ সংশ্লিষ্ট লেনদেনের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।
বিএফআইইউর সূত্রে জানা গেছে, ট্রাস্টের অর্থ কোথা থেকে এসেছে এবং কীভাবে ব্যয় হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করতে বলা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনা ও শেখ রেহানার জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্য জমা দেওয়ার জন্য ৫ কার্যদিবস সময় নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গোপালগঞ্জের বাসিন্দা চৌধুরী জাফরুল্লাহ সরাফাত, তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ সরাফাত এবং তাদের মায়ের ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে। এর আগে তাদের আরেক ভাই ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল।
বিএফআইইউর নির্দেশনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধিমালা প্রযোজ্য থাকবে বলে উল্লেখ করা হয়েছে।