ভারতের গোয়া রাজ্যের একটি সৈকতে রুশ নারী পর্যটকের সান বাথের ভিডিও ধারণ করে যৌন হয়রানির অভিযোগে এক ভ্লগারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হলেও ভারতের বিভিন্ন গণমাধ্যম তাকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ‘হিন্দুত্ব নাইট’ নামে একটি অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। পোস্টে অভিযুক্তকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে দাবি করা হয়। যদিও তার ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে দেখা গেছে।
গোয়া পুলিশ জানিয়েছে, বিষয়টি সাইবার থানা বিভাগ তদন্ত করছে। অভিযুক্ত ভ্লগার মিজান রাশিয়ান তার ইউটিউব চ্যানেলে রুশ নারীসহ বিদেশি পর্যটকদের ভিডিও আগেও পোস্ট করেছেন। অনুমতি ছাড়াই ভিডিও ধারণের বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।
ঘটনাটি ঘিরে জাতিগত পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও অভিযুক্তের নিজস্ব ভিডিওর ভিত্তিতে তার ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত হয়েছে।