ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে বন্দিবিনিময় চুক্তির পঞ্চম ধাপে আজ ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছালে শত শত ফিলিস্তিনি তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং ৫৪ জন উচ্চসাজার বন্দি রয়েছেন।
মুক্তির পর কয়েকজন বন্দির শারীরিক অবস্থার অবনতি হলে তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, সাতজন বন্দিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া, মুক্তিপ্রাপ্ত হামাস নেতা জামাল আত-তয়ীলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ফিলিস্তিনি বন্দিমুক্তি মিডিয়া অফিস জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১১১ জনকে ৭ অক্টোবরের পর আটক করা হয়েছিল।
বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রথম ধাপে হামাস ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে, যার বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির কথা রয়েছে। এর মধ্যে এক হাজারের বেশি বন্দি গাজার বাসিন্দা এবং বেশ কয়েকজন উচ্চসাজার বন্দিও রয়েছেন।
তবে, বন্দিমুক্তির প্রতিটি ধাপে ইসরায়েলি বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে যাতে ফিলিস্তিনিরা কোনো বিজয় উদযাপন করতে না পারে। মুক্তিপ্রাপ্তদের বাড়িতে অভিযান চালানো ও তাদের পরিবারের ওপর চাপ প্রয়োগের ঘটনাও ঘটছে।
বন্দিবিনিময় চুক্তির ফলে আলোচনার নতুন দ্বার উন্মুক্ত হলেও গাজা উপত্যকার বন্দিদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
সূত্র: আল আরবি আল জাদিদ