বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে। শনিবার বিশেষ অভিযান চালিয়ে ৯ নারী, ১৪ শিশু ও ১০ পুরুষকে আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ানোর পর তাদের ধরা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে মিয়ানমারের সামরিক জান্তা ও সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। ২০২৩ সালের নভেম্বরে আরাকান আর্মি সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সংঘাতের ফলে রোহিঙ্গারা সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং দুই পক্ষের হাতে জোরপূর্বক নিয়োগের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তারা কক্সবাজারের কুতুপালং ও বালুখালী শরণার্থী শিবিরে আশ্রয় নেয়, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হিসেবে পরিচিত। সেখানে রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছেন, যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার সংকট তীব্র আকার ধারণ করেছে।