নিউজনেস্ট

পূর্ব খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা, রাফায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ

পূর্ব খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা, রাফায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ
পূর্ব খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা, রাফায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ। ছবি : মায়াদিন

গাজার পূর্ব খান ইউনিসে বিস্ফোরণ ঘটিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। একই সময়ে, রাফার কেন্দ্রস্থলে ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

আজ বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের আল-ফাখারি এলাকায় নিরাপত্তা বেড়ার কাছে ইসরায়েলি বাহিনী বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি, রাফার ‘দাওয়ার আল-আউদা’ এলাকায় ট্যাঙ্ক থেকে নির্বিচারে গুলি ছোড়া হয়।

রাফার মেয়র আহমেদ আস-সুফি জানিয়েছেন, শহরের প্রায় ৬০ শতাংশ এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে, অসংখ্য ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, যেসব এলাকাকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেখানেও হামলা অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের জীবন আরও বিপজ্জনক হয়ে উঠছে।

তিনি আরও বলেন, লাগাতার এই হামলা ত্রাণ কার্যক্রম ও পুনর্গঠনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতিতে, তিনি দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান, যেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলা বন্ধ করা যায়।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত