পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন, ‘বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। সম্ভাব্য সব উপায়ে তাদের সহযোগিতা করবে পাকিস্তান।’ বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে দার কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান জোরদার করার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি গাজায় চলমান সহিংসতা নিয়েও পাকিস্তানের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের সাম্প্রতিক উদ্যোগগুলোর কথাও জানান দার। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, পাকিস্তানের দুটি পণ্যবাহী জাহাজ করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম এমন ঘটনা ঘটল।
তবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে সমুদ্রপথে এই সরাসরি সংযোগ ভারতের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা চলছে।
১৯৭১ সালের স্বাধীনতার পর দীর্ঘ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য বন্ধ ছিল। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পাকিস্তানের পণ্য ‘লাল তালিকা’ থেকে মুক্ত হয়।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। তবে একই সাথে আঞ্চলিক কূটনীতি ও বাণিজ্য পরিস্থিতিতেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।