নিউজনেস্ট

ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফি জয় 

ম্যাচ জেতানোর পর ওয়েবস্টারের উল্লাস। ছবি: গেটি ইমেজস

বর্ডার-গাভাস্কার ট্রফি জয় এবং ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে জায়গা করে নিয়ে ডাবল সাফল্য অর্জন করল অস্ট্রেলিয়া। লর্ডসে শিরোপা ধরে রাখার মিশনে থাকছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলটি।

সিরিজের পঞ্চম টেস্টে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। প্রথমবার টেস্ট খেলতে নেমে বেভ ওয়েবস্টার ৩৯ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। ওয়াশিংটন সুন্দরকে বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন ওয়েবস্টার। ট্র্যাভিস হেড ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় সহজ করেন।

তবে ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে হতাশ হতে হয় স্টিভ স্মিথকে। মাত্র ১ রান দূরে থেকে ১০,০০০ টেস্ট রান পূর্ণ করার সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণার বল কাট করতে গিয়ে আউট হয়ে স্মিথ ফিরলে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরপর উসমান খাজা (৪১), হেড ও ওয়েবস্টারের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় স্বাগতিকরা।

এর আগে দিনের শুরুতে ১৪১/৬ স্কোর নিয়ে ব্যাট করতে নামে ভারত। স্কট বোল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে দ্রুতই অলআউট হয় সফরকারীরা। বোল্যান্ড ৬ উইকেট তুলে নেন, যার মধ্যে ছিলেন পিঠের চোটে ভুগতে থাকা জাসপ্রিত বুমরাহ। ১৫৭ রানে শেষ হয় ভারতের ইনিংস।

চোট নিয়ে মাঠ ছাড়ার আগে বুমরাহ সিরিজে ৩২টি উইকেট শিকার করেন। এই পারফরম্যান্সে তিনি অস্ট্রেলিয়ায় এক সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন, যা এতদিন ধরে ছিল বিশন সিং বেদির।

দ্বিতীয় দিন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্তের দাপুটে ইনিংস ভারতের লড়াইয়ের আশা জাগায়। মাত্র ২৯ বলে অর্ধশতক তুলে নিয়ে তিনি একাই লড়াই করেন। ৩৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাট কামিন্সের বলে আউট হন পন্ত। দিন শেষে ৮ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা এবং ৬ রানে অপরাজিত ছিলেন ওয়াশিংটন সুন্দর।

এই জয়ে সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। এর ফলে তারা সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, ভারত ২-২ সিরিজে সমতা আনতে ব্যর্থ হয়ে ট্রফি হারালেও এখনও ফাইনালের দৌড়ে টিকে রয়েছে। তবে এর জন্য অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের ফলাফল তাদের পক্ষে যেতে হবে।

এখন ক্রিকেটবিশ্বের নজর ২০২৫ সালের লর্ডসে অনুষ্ঠেয় ফাইনালের দিকে। সেখানে নিজেদের শিরোপা ধরে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া আবারও লড়বে টেস্টের শ্রেষ্ঠত্বের জন্য।

সূত্র: আইসিসি
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত