২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বেশির ভাগই রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার ১১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পুলিশের এক প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘুদের ওপর হামলার মোট ১ হাজার ২৩৪টি ঘটনার মধ্যে মাত্র ২০টি ছিল সাম্প্রদায়িক। বাকি ঘটনাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ঘটেছে। এর পাশাপাশি ১৬১টি অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট একদিনেই ১ হাজার ৪৫২টি হামলার অভিযোগ উঠেছে। তবে পুলিশের তদন্তে দেখা গেছে, ঐক্য পরিষদের তালিকার বাইরে আরও ১৩৪টি সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ জমা পড়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত ১১৫টি মামলা করা হয়েছে এবং ১০০ জনের বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। সংখ্যালঘুদের সুরক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অভিযোগ গ্রহণ ও সমাধানে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আসা প্রতিটি অভিযোগ দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।