বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে বাংলাদেশকে জুন পর্যন্ত সময় দিয়েছে ভারতের আদানি গ্রুপ। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) রোববার চিঠি পাঠিয়েছে কোম্পানিটি।
চিঠিতে বলা হয়, ৬ জানুয়ারি পর্যন্ত আদানির পাওনা দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৯ কোটি টাকা। জুনের মধ্যে বকেয়া পরিশোধ করলে বিলম্ব ফি মওকুফ করা হবে।
৯ জানুয়ারি আদানি ও পিডিবির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠক থেকে জানা যায়, ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে।
বকেয়া নিয়ে গত আগস্ট থেকে আদানির সঙ্গে টানাপোড়েন চলছিল। অক্টোবরে আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় এবং নভেম্বরে একটি ইউনিটের উৎপাদন বন্ধ রাখে। পরে বাংলাদেশ আংশিক বকেয়া পরিশোধ করে।
উল্লেখ্য, ২০১৭ সালে বিশেষ ক্ষমতা আইনে টেন্ডার ছাড়া আদানির সঙ্গে এই চুক্তি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে হাসিনার সরকার চুক্তিটি অনুমোদন দেয়। এতে আদানিকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হয়, যা নিয়ে সমালোচনা চলছে।