নিউজনেস্ট

সীমান্তে নিরাপত্তা বাড়াতে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহারের অনুমতি

সীমান্তে নিরাপত্তা বাড়াতে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহারের অনুমতি
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা মোকাবিলায় সীমান্ত রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। সীমান্ত নিরাপত্তা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ২০ জানুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠকের পর উপদেষ্টা বলেন, ‘সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে শক্তিশালী করা প্রয়োজন। বিশেষ পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা বাড়াতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এগুলো সরবরাহ করা হবে।’

এছাড়া, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কার্যক্রম আরও জোরদার করার কথাও বৈঠকে জানানো হয়।

ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি ও চুক্তি পর্যালোচনায় আগামী মাসে বিজিবি মহাপরিচালক এবং বিএসএফ ডিজির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অসম চুক্তি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, অনুমোদন ছাড়াই বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের সংখ্যা ৪৯,২২৬ থেকে কমে এখন ৩৩,৬৪৮ হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে যারা বৈধ হতে আবেদন করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে উত্তেজনা এড়াতে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের এই উদ্যোগকে বিশেষজ্ঞরা সময়োপযোগী বলে মনে করছেন। সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহারের অনুমতি বিজিবির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত