নিউজনেস্ট

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে সৌদি আরব
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে সৌদি আরব। ছবি : আরটি অ্যরাবিক

ফিলিস্তিন সমস্যার সমাধান না হলে সৌদি আরব কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায়। এটি এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। তবে সৌদি আরবের কিছু সীমারেখা রয়েছে। ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। এটি আমাদের জন্য অত্যন্ত স্পষ্ট।

মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক সংঘাতের বিষয়ে প্রিন্স খালিদ বলেন, ‘এ অঞ্চলে ৬,০০০ বছর ধরে অবিরাম লড়াই চলছে। এটির সমাধান খুঁজে পাওয়া সহজ নয়। পৃথিবীর প্রতিটি সভ্যতা এই অঞ্চলে কোনো না কোনো সময়ে লড়াই করেছে। এটি তিন মহাদেশ—এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে অবস্থিত এবং এর মতো আর কোনো অঞ্চলের ইতিহাস নেই।’

তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এ সংকটের একমাত্র সমাধান। এর বাইরে কোনো বিকল্প নেই।

সৌদি আরব বহুবার তাদের অবস্থান স্পষ্ট করেছে যে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত