নিউজনেস্ট

বাংলাদেশ-পাকিস্তানে সামরিক হস্তক্ষেপের আহ্বান নবী অবমাননাকারী পুরোহিতের

বাংলাদেশ-পাকিস্তানে সামরিক হস্তক্ষেপের আহ্বান নবী অবমাননাকারী পুরোহিতের
বাংলাদেশ-পাকিস্তানে সামরিক হস্তক্ষেপের আহ্বান নবী অবমাননাকারী পুরোহিতের। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের নবী অবমাননাকারী বিতর্কিত হিন্দু পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ আবারও আলোচনায়। এবার সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রক্ত দিয়ে লেখা এক উস্কানীমূলক চিঠি পাঠিয়েছে। তার দাবি, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুদের রক্ষার জন্য সামরিক হস্তক্ষেপ করা উচিত ভারতের।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের শ্রী দুধেশ্বরনাথ মঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নরসিংহানন্দ। তিনি জানান, তার রক্ত দিয়ে লেখা চিঠিটি প্রধানমন্ত্রী মোদিকে পাঠানো হয়েছে। এই দাবির সমর্থনে স্বাক্ষর সংগ্রহও শুরু হয়েছে। চিঠিটি ড. উদিতা ত্যাগী এবং ইয়াতি সন্ন্যাসীদের মাধ্যমে বিভিন্ন হিন্দু ধর্মগুরুর কাছেও পৌঁছে দেওয়া হবে।

চিঠিতে প্রথম স্বাক্ষর করেছেন শ্রীমহন্ত নারায়ণ গিরি মহারাজ। তিনি বলেন, বিশ্বজুড়ে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব মোদির

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াতি সত্যদেবানন্দ, ইয়াতি রামস্বরূপানন্দ এবং ইয়াতি সত্যানন্দ।

ইয়াতি নরসিংহানন্দ আগেও ইসলাম ও মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। আমাদের প্রাণপ্রিয় মানব মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় তাকে একবার গ্রেপ্তার করেছিল পুলিশ। এছাড়া দিল্লির এক মুসলিম সমাবেশে গিয়ে ‘হনুমান চালিশা’ পাঠ করার হুমকিও দিয়েছিল সে।

এই চিঠি এবং সামরিক হস্তক্ষেপের দাবি ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত