গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১ মিনিটে মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের আহমেদ।
এর আগে ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক হেদায়েতি বয়ান দেন। পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক কথা বলেন।
মোনাজাতে অংশ নিতে দেশ-বিদেশের লাখো মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন। ঢাকাসহ আশপাশের এলাকা থেকে ভোর থেকেই দলে দলে মানুষ আসছেন তুরাগ তীরে। মূল ময়দানে জায়গা না পেয়ে অনেকে আশপাশের সড়ক ও ভবনের ছাদে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নিচ্ছেন।
এ উপলক্ষে শনিবার ১ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ তিনটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর ২টার পর এসব সড়ক আবার চালু করা হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।