নিউজনেস্ট

ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে পশ্চিম তীরে ২০ ফিলিস্তিনি আটক

ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে পশ্চিম তীরে ২০ ফিলিস্তিনি আটক
ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে পশ্চিম তীরে ২০ ফিলিস্তিনি আটক। ছবি : আনাদোলু

ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ ফিলিস্তিনিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কয়েকজন সাবেক বন্দিও রয়েছেন।

ফিলিস্তিনি বন্দী অধিকার সংস্থা ‘ফিলিস্তিনি প্রিজনারস ক্লাব’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে এসব ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। সংস্থাটি আরও জানায়, শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী আটককৃতদের গ্রেপ্তার করেছে।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার অভিযান সবচেয়ে বেশি পরিচালিত হয়েছে তুলকারেম ও টুবাস শহরে। এছাড়া জেনিনেও অভিযান চালানো হয়েছে, তবে সেখানে ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযানের সময় ইসরায়েলি সেনারা মাঠপর্যায়ে হত্যা, নির্যাতন, জিজ্ঞাসাবাদ, ভয়ভীতি প্রদর্শন এবং ফিলিস্তিনি নাগরিকদের অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ড চালিয়েছে।

সংস্থাটি বলছে, এই গ্রেপ্তার অভিযান মূলত ফিলিস্তিনিদের প্রতিরোধ দমনের একটি কৌশল।

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী গত ২১ জানুয়ারি থেকে জেনিন শহর ও এর শরণার্থী শিবিরে সামরিক অভিযান চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত ২৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এছাড়া, গত সোমবার থেকে ইসরায়েল তুলকারেমেও সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলের সামরিক হামলা শুরুর পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় এখন পর্যন্ত ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজার ৭০০ জন। এছাড়া ১৪ হাজার ৩০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত