২০২৪/২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মোট ২৪টি দল। নতুন লিগ ফরম্যাটে প্রথমবারের মতো আয়োজিত এ আসরে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে পৌঁছেছে, আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে প্লে-অফ রাউন্ড।
শেষ ষোলোতে সরাসরি কোয়ালিফাই করা দলগুলো:
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লিভারপুল, আর্সেনাল ও অ্যাস্টন ভিলা, লা লিগা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা, সিরি আ থেকে ইন্টার মিলান, বুন্দেসলিগা থেকে বায়ার লেভারকুজেন, ফ্রেঞ্চ লিগ থেকে লিল শেষ ষোলো নিশ্চিত করেছে।
নকআউট ফেজ প্লে-অফ নিশ্চিত করা দলগুলো:
আটালান্টা, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ব্রেস্ট, সেল্টিক, ক্লাব ব্রুজ, ফেয়েনূর্দ, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, মোনাকো, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), পিএসভি আইন্দহোভেন, রিয়াল মাদ্রিদ ও স্পোর্টিং সিপি প্লে-অফ খেলবে।
এলিমিনেশন নিশ্চিত হওয়া দলগুলো:
গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে বোলোনিয়া, ক্রেভেনা জভেজদা, জিরোনা, ডিনামো জাগরেব, লাইপজিগ, সালজবুর্গ, শাখতার দোনেৎস্ক, স্লোভান ব্রাতিস্লাভা, স্পার্টা প্রাগ, স্টুর্ম গ্রাজ, স্টুটগার্ট ও ইয়াং বয়েজ।
নকআউট পর্বের প্লে-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে ১১/১২ ও ১৮/১৯ ফেব্রুয়ারি ২০২৫, যেখানে বিজয়ীরা শেষ ষোলোতে জায়গা করে নেবে।
শেষ ষোলো অনুষ্ঠিত হবে ৪/৫ ও ১১/১২ মার্চ ২০২৫, কোয়ার্টার-ফাইনাল হবে ৮/৯ ও ১৫/১৬ এপ্রিল ২০২৫ এবং সেমি-ফাইনাল হবে ২৯/৩০ এপ্রিল ও ৬/৭ মে ২০২৫।
২০২৪/২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে ২০২৫।
উয়েফা জানিয়েছে, এখনো লিগ পর্বের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বর্তমান অবস্থানের ভিত্তিতে দলগুলোর পরবর্তী রাউন্ড নিশ্চিত করা হয়েছে।