নিউজনেস্ট

সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬ বিলিয়ন ডলার

সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬ বিলিয়ন ডলার
সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৫.৯৬ বিলিয়ন ডলার। ছবি: নিউজনেস্ট

প্রবাসীদের পাঠানো অর্থে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে মোট ১,৫৯৬ কোটি ১৮ লাখ (১৫.৯৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়েছে, সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের জানুয়ারির তুলনায় বেশি। ২০২৪ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ডলার, তবে গত ডিসেম্বরে এর পরিমাণ ছিল ২৬৪ কোটি ডলার। অর্থাৎ মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে রেমিট্যান্স কিছুটা কমলেও বছরের ব্যবধানে তা বেড়েছে।

কোন মাধ্যমে কত রেমিট্যান্স এসেছে?

বেসরকারি ব্যাংক: ১৫৫ কোটি ১৫ লাখ ডলার

রাষ্টায়ত্ত্ব ব্যাংক: ৫১ কোটি ১১ লাখ ডলার

বিদেশি ব্যাংক: ৬৫ কোটি ডলার

বিশেষায়িত ব্যাংক: ১১ কোটি ৬০ লাখ ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ছয় মাস ২০০ কোটির বেশি ডলার রেমিট্যান্স এসেছে।

জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার

আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার

সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার

অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার

নভেম্বর: ২২০ কোটি ডলার

ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার

আগের বছরের তুলনায় রেমিট্যান্স বৃদ্ধি

গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছিল ১,২৯১ কোটি ২৮ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ১,৫৯৬ কোটি ১৮ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩০৫ কোটি ডলার।

২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ২,৩৯২ কোটি ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ রেকর্ড রয়েছে ২০২০-২১ অর্থবছরে, ২,৪৭৭ কোটি ডলার।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত