লক্ষ্মীপুরের মুক্তিগঞ্জ এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত গ্রীন লাইফ ফিলিং স্টেশনে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ১৩ অক্টোবর রাতে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: কম্পিউটার ব্যবসা থেকে মালয়েশিয়া দুবাইয়ে বাড়ির মালিক সবুর
নিহতরা হচ্ছেন মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) এবং সুজন (২৫)। জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, বিস্ফোরণের কারণে অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের ছিল, তাই এটিও বিস্ফোরণের কারণ হতে পারে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link