সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে, যা আগামী জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। কয়েক দশকের মধ্যে এই প্রথমবার পাকিস্তান থেকে এত বড় পরিমাণে চিনি আমদানি করা হচ্ছে। এতদিন মূলত ভারত থেকে চিনি আমদানি করত বাংলাদেশ।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনে এ বছর দেশটির চিনিশিল্প প্রায় ৬ লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে। এর মধ্যে ৭০ হাজার টন চিনি মধ্য এশিয়ার দেশগুলো এবং ৫০ হাজার টন থাইল্যান্ডে পাঠানো হবে। উপসাগরীয় অঞ্চল আরব এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তানের চিনি আমদানির চুক্তি করেছে।
পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের এক কর্মকর্তা মজিদ মালিক জানিয়েছেন, এই রপ্তানি থেকে দেশটি ৪০০-৫০০ মিলিয়ন ডলার আয়ের আশা করছে। ফলে চিনি শিল্প পাকিস্তানের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হয়ে উঠেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বর্তমানে প্রতি টন ৫৩০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এদিকে পাকিস্তানে ৮০টির বেশি চিনিকল সম্প্রতি উৎপাদন শুরু করেছে, যা দেশটির রপ্তানি সক্ষমতাকে আরও বাড়িয়েছে।