এক ঝাঁক উদ্যমী ,স্বপ্নবাজ, জনদরদী ও সৃষ্টিশীল তরুণের নিষ্ঠাবান ও স্বাধীন প্রচেষ্টার নাম নিউজনেস্ট । নিউজপোর্টালের পাশাপাশি একই নামে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল এবং টেলিগ্রাম চ্যানেলও রয়েছে। এসব মাধ্যমে আমরা নিয়মিত সংবাদভিত্তিক ছবি ও ভিডিও আপলোড করে থাকি।
২০২৪ সালের মে মাসের ১০ তারিখে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে নিউজনেস্টের যাত্রা শুরু হয়। এর কিছুদিন পরই ইউটিউবসহ অন্যান্য মাধ্যমে আমরা নিয়মিত হতে থাকি। একই বছরের ১৮ সেপ্টেম্বরে newsnest24.net নামে আমাদের পোর্টাল আত্মপ্রকাশ করে ।
নিউজনেস্ট পরিপূর্ণরূপে একটি স্বাধীন সংবাদমাধ্যম। রাজনৈতিক বা অরাজনৈতিক কোন সংগঠনের দলীয় এজেন্ডা বাস্তবায়ন বা প্রশাসনিক কোন স্বার্থ রক্ষায় আমরা কাজ করিনা। আমাদের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকলেও সাংবাদিক পরিসরে আমরা এর প্রতিফলন ঘটাইনা।
আমরা মনেপ্রাণে আদর্শিক,কল্যাণমুখী এবং সত্যবাহিত—সাংবাদিকতায় বিশ্বাসী। বিশ্বজুড়ে বঞ্চিত,প্রান্তিক ও নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে কথা বলা কে আমরা মানবিক দায়িত্ব মনে করি। ‘সত্যের সাথে সবসময়’ এটি আমাদের স্লোগান,আমাদের আদর্শ।