জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের ‘শহিদ’ এবং আহতদের ‘যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। এ লক্ষ্যে ‘জুলাই অধিদপ্তর’ নামে একটি নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার ডিসি সম্মেলনের কার্য-অধিবেশনে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
তিনি বলেন, শহিদদের পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। আহতদের ক্ষতির মাত্রা অনুযায়ী তিন থেকে পাঁচ লাখ টাকা করে অর্থসহায়তা দেওয়া হবে। এছাড়া যোদ্ধাদের মাসিক ১৫ থেকে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ক্যাটাগরি-৩ এর যোদ্ধারা পুনর্বাসন সুবিধা ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।
গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, এর বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ভবিষ্যতে যে সরকারই আসুক, তারা এই স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমাদের বিশ্বাস।
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করা হয়েছে এবং জেলা-উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
নিউজনেস্ট ডেস্ক
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link