চলমান আগ্রাসনে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। আল জাজিরাসহ বিশ্বের প্রভাবশালী অনেক সংবাদমাধ্যম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও উঠে এসেছে এই প্রতিবাদ কর্মসূচির খবর। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং তুরস্কের আনাদোলু এজেন্সি এই কর্মসূচির বিভিন্ন ভিডিও ও প্রতিবাদকারীদের বক্তব্য প্রচার করেছে।
ঢাকায় আয়োজিত এই সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর ঘটনাটিও স্বয়ং ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোরও নজর এড়ায়নি। টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতেও জুতা মারা হয়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, যেমন আল জাজিরা, দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য ইন্ডিপেনডেন্ট, বাংলাদেশের এই আলোচিত কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গাজায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। তারই অংশ হিসেবে গতকাল শনিবার ১২ই এপ্রিল ঢাকায় আয়োজন করা হয় ব্যাপক এ বিক্ষোভ। যেখানে হাজারো মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীগণ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
নিউজনেস্ট ডেস্ক
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link