আরাকানের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। গত ১৮ জানুয়ারি বুথিডংয়ের দক্ষিণাঞ্চলের ফুইমালি পাড়া, তিতুপাউট পাড়া, মিয়ানদাফারা পাড়া, নোইয়াফারা পাড়া, যুম্মাফারা পাড়া, ওয়ারিয়ং পাড়া এবং শাফার পাড়া ঘিরে এ অভিযান চালায় তারা।
গ্রামগুলো ঘিরে রোহিঙ্গাদের মোবাইল ফোন ও সিম কার্ড হস্তান্তর করতে বাধ্য করা হয়। সন্ত্রাসীরা হুমকি দিয়ে জানায়, নির্দেশ না মানলে গুলি করে হত্যা করা হবে এবং পরিবারের সদস্যদের আটক করা হবে।
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘আরাকান আর্মি ইতিমধ্যে বহু মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করেছে। তারা গ্রামবাসীদের নানা ধরনের হুমকি দিচ্ছে।’
সম্প্রতি সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গাদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। একসাথে তিন জনের বেশি জমায়েত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সন্ত্রাসী এই সংগঠনটি। এদিকে মংডুর উত্তরের সাইন নিয়িন পার ও ন্যাং চাউং এলাকাগুলোতেও একই ধরনের দমন-পীড়নের খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে রোহিঙ্গারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের মানবাধিকার এবং স্বাধীন চলাচল কঠোরভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, আরাকান আর্মির এই সন্ত্রাসী কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা প্রয়োজন। একইসাথে রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের মর্যাদা ও অধিকার রক্ষার পরিবেশ তৈরি করতে হবে।
রোহিঙ্গা মুসলিমদের এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। তাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপনের নিশ্চয়তা দিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।