পত্রিকা অফিসে ভাঙচুর বা চাপ প্রয়োগের মাধ্যমে পত্রিকা বন্ধের প্রচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “কোনো পত্রিকার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা শান্তিপূর্ণ ও আইনগত পন্থায় প্রকাশ করা উচিত। ভাঙচুর বা পত্রিকা বন্ধের চেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের কোনো ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জানা গেছে, রাজশাহীতে দৈনিক প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নিয়েছে আন্দোলনকারীরা। সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানাই। প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আদালতের মাধ্যমে সমাধান করা উচিত। শান্তিপূর্ণ প্রতিবাদ গ্রহণযোগ্য হলেও সাংবাদিকদের হুমকি দেওয়া বা গণমাধ্যমে হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
এর আগে ঢাকায় প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ওপর ‘হামলার’ প্রতিবাদে রাজশাহীতে এই আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারকে “ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহোতা” আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে পুনরায় জড়ো হন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান জানান, “বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।”
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link