কিরগিজস্তান, একটি মুসলিম প্রধান দেশ। তা সত্ত্বেও সম্প্রতি দেশটি সেখানে মুসলিম নারীদের নেকাব পরিধান নিষিদ্ধ করার আইন কার্যকর করেছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে কার্যকর হওয়া এই আইন অনুযায়ী, প্রকাশ্যে নেকাব পরা আইনবিরোধী হিসেবে গণ্য হবে। আইন ভাঙলে গুনতে হবে প্রায় ২৩০ ডলার জরিমানা।
কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি সম্প্রতি এই নিষেধাজ্ঞার বাস্তবায়নে কঠোর অভিযান শুরু করেছে। গত ২ এপ্রিল আইন প্রয়োগকারী কর্মকর্তারা দেশটির জালালাবাদ শহরে রাস্তায় টহল দেয়। এরপর প্রকাশ্যে নেকাব পরিধান করা বিভিন্ন নারীদের হেনস্তা করা শুরু করে।
এছাড়া এই নতুন আইনের পাশাপাশি তারা আরও কিছু বিধি-নিষেধ আরোপ করেছে। যেমন, এমন পোশাক পরা, যা ব্যক্তিগত পরিচিতি প্রকাশে বাধা সৃষ্টি করে, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন, ধর্মান্তরিত করার চেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠান বা বাড়িতে ধর্মীয় সাহিত্য বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। এই আইনটি মুসলিম নারীদের ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করেছে। কারণ, এটি তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পোশাক পরিধান সম্পর্কিত স্বাধীনতাতে আঘাত হেনেছে।
এদিকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসনও একটি অনুরূপ নেকাব নিষেধাজ্ঞা সমর্থন করে। যা এ অঞ্চলে এই ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমাজে চলমান বিতর্ককে আরও উস্কে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই আইনটি সমাজে আধুনিকীকরণের প্রক্রিয়া হিসেবে দেখা হলেও, এটি কিরগিজ মুসলিম নারীদের অধিকার ও স্বাধীনতার ওপর অবৈধ হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।
সূত্র: KYPCNB
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link