নিউজনেস্ট

সুদানের উত্তর দারফুরে সন্ত্রাসী আরএসএফ-এর হামলায় নিহত ৫৭

সুদানের উত্তর দারফুরে সন্ত্রাসী আরএসএফ-এর হামলায় নিহত ৫৭
সুদানের উত্তর দারফুরে সন্ত্রাসী আরএসএফ-এর হামলায় নিহত ৫৭। ছবি: সংগৃহীত

সুদানের উত্তর দারফুরের অবরুদ্ধ রাজধানী এল-ফাশার এবং এর আশপাশের দুর্ভিক্ষপীড়িত একটি শরণার্থী শিবিরে সন্ত্রাসী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর হামলায় অন্তত ৫৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত শুক্রবার ১১ এপ্রিল স্থানীয় কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

পশ্চিম সুদানের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সাথে লড়াই করে আসছে সন্ত্রাসী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। পূর্ব এবং উত্তর-পূর্ব দিক থেকে তারা এল-ফাশার শহরে ব্যাপক হামলা চালাচ্ছে। ভারী কামান, স্নাইপার এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে শহরটিতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এল-ফাশারের প্রতিরোধ কমিটি, যারা স্বেচ্ছাসেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে তারা জানিয়েছে—স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত শহরে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী এবং এক থেকে পাঁচ বছর বয়সী ১০ জন শিশুও রয়েছেন। এসব হামলায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সন্ত্রাসী আরএসএফ বাহিনী এল-ফাশার শহরের বিভিন্ন এলাকায় প্রবেশ করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। যুদ্ধের ফলে শহরের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। চারদিকে ছড়িয়ে পড়েছে সহিংসতা। মানবিক সহায়তা পেতে স্থানীয় বাসিন্দারা হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে খাদ্য সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে।

উল্লেখ্য, সুদানে গত বছরের এপ্রিল থেকে সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। দেশটিতে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন, খাদ্য এবং চিকিৎসা সংকট আরও গভীরতর হচ্ছে। এল-ফাশারের সাম্প্রতিক এই হামলা দেশটির চলমান মানবিক সংকটকে আরও প্রকট করে তুলেছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত