নিউজনেস্ট

বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করছে আবুধাবি

বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করছে আবুধাবি
আবুধাবির উড়ন্ত ট্যাক্সি । ছবি : সংগৃহীত

আবুধাবি ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে। এ জন্য মার্কিন প্রতিষ্ঠান আর্চার এভিয়েশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে আবুধাবি কর্তৃপক্ষ। এই পরিষেবা শহরের পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

‘আর্চার মিডনাইট’ নামের বিদ্যুৎচালিত এই ট্যাক্সিগুলো প্রতি যাত্রায় সর্বোচ্চ চারজন যাত্রী বহন করতে পারবে। এগুলো ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে চলবে এবং শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ‘ভার্টিপোর্ট’ বা উল্লম্ব বিমানবন্দর ব্যবহার করে উড়াল দেবে। এর ফলে প্রচলিত গাড়ি ভ্রমণের তুলনায় যাত্রার সময় ৮০ শতাংশ পর্যন্ত কমে আসবে। ধারণা করা হচ্ছে, যে যাত্রা গাড়িতে ৬০ থেকে ৯০ মিনিট সময় নিত, তা উড়ন্ত ট্যাক্সি দিয়ে মাত্র ১০ থেকে ২০ মিনিটে সম্ভব হবে।

আবুধাবি এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। এতে অংশ নিচ্ছে আবুধাবি বিমানবন্দর, এতিহাদ এভিয়েশন ট্রেনিং, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থা। পাশাপাশি, আগামী বছর পাঁচটি ভার্টিপোর্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসের প্রকৌশলী আলেসান্দ্রো বোরগোনিয়া বলেছেন, এই প্রযুক্তি শুধু উড়ন্ত ট্যাক্সির ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, এটি আবুধাবির স্থল, বায়ু এবং জলপথ পরিবহন ব্যবস্থায় নতুন যুগের সূচনা করবে।

আর্চার কর্তৃপক্ষ জানান, ‘আর্চার মিডনাইট’ উড়ন্ত ট্যাক্সি অত্যন্ত নিরাপদ এবং পরিবেশবান্ধব। এটি প্রচলিত হেলিকপ্টারের তুলনায় ১০০ গুণ কম শব্দ তৈরি করে। এ ছাড়াও, এর খরচ সড়ক পরিবহনের সঙ্গে প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে।

যদিও আবুধাবি এই খাতে অগ্রণী ভূমিকা পালন করছে, তবে চীনও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। চীনা কোম্পানি “অটোফ্লাইট” সম্প্রতি আন্তঃনগর উড়ন্ত ট্যাক্সির সফল পরীক্ষা চালিয়েছে। তবে চীনের নিয়মিত পরিষেবা চালু হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উড়ন্ত ট্যাক্সির ধারণা প্রথমবারের মতো উবার ২০১৬ সালে উপস্থাপন করে। সেই থেকে বিশ্বজুড়ে ৩০০টির বেশি স্টার্টআপ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। যদিও মাত্র ৫ শতাংশ কোম্পানি টিকে থাকবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। তবে এরই মধ্যে “আর্চার এভিয়েশন” শীর্ষ তিনটি প্রতিষ্ঠানের একটি হিসেবে উঠে এসেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আবুধাবি এই পরিষেবা চালুর মাধ্যমে পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং বিশ্বে এই প্রযুক্তির অগ্রণী উদাহরণ হয়ে উঠবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত