নিউজনেস্ট

নিজস্ব ‘সুপার জাহাজ’ উন্মোচনের প্রস্তুতিতে ইরান, মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ!

নিজস্ব 'সুপার জাহাজ' উন্মোচনের প্রস্তুতিতে ইরান, মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ!
নিজস্ব 'সুপার জাহাজ' উন্মোচনের প্রস্তুতিতে ইরান, মার্কিন শক্তিকে চ্যালেঞ্জ! ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে যখন উত্তেজনার আবহ, ঠিক সেই মুহূর্তেই চমক দেখালো ইরান। নিজেদের তৈরি এক অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে তারা। প্রযুক্তির দিক থেকে যা মার্কিন যুদ্ধজাহাজগুলোর চেয়েও শক্তিশালী বলে দাবি করছে তেহরান।

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘শহীদ বাঘেরি’ নামের একটি নতুন যুদ্ধজাহাজ তৈরি করেছে তারা। এই যুদ্ধজাহাজটি শুধু জাহাজ নয়, যেন একটি ভাসমান ঘাঁটি।

তাংসিরির ভাষায়, এটি একসঙ্গে ড্রোন ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র লঞ্চার ও নৌঘাঁটির ভূমিকা পালন করতে পারে। আরও অবাক করার মতো ব্যাপার হলো, জাহাজটি একসঙ্গে ১৪টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজও বহন করতে পারবে।

এই জাহাজ সম্পর্কে আত্মবিশ্বাসী তাংসিরি বলেন, ‘আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজের চেয়েও উন্নত। সময় হলে এটি জনসমক্ষে আনব।’

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সংঘর্ষের প্রসঙ্গে তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাংকারে হামলার সাহস করবে না। যদি করে, তার জবাব আমরা অত্যন্ত কঠোরভাবে দেব।’

শুধু জাহাজ নয়, ইরানের সামরিক প্রযুক্তিতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় অগ্রগতির কথাও জানান তাংসিরি। তিনি বলেন, ‘আইআরজিসি এরইমধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যের পাল্লা ক্রমেই জটিল হয়ে উঠছে। ইরানের এ ধরনের ঘোষণায় উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষ করে, পারস্য উপসাগরজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিহত করতে তেহরানের যে পরিকল্পনা, তার এটি বড় ইঙ্গিত।

তবে এই জাহাজের কার্যকারিতা এবং এর প্রযুক্তিগত উৎকর্ষ কতটা বাস্তবিক, তা এখনো পরিষ্কার নয়। সেটি বোঝা যাবে জাহাজটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পরই।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত