শাওমি সম্প্রতি একটি অত্যাধুনিক এবং ছোট আকৃতির ডিভাইস উন্মোচন করেছে, যা লেখা টেক্সট অনুবাদের কাজ করে। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ‘ডিকশনারি পেন সি ওয়ান’। এটি দেখতে স্মার্ট কলমের মতো এবং এটি সহজেই ব্যবহারযোগ্য।
ডিভাইসটির অসাধারণ বৈশিষ্ট
ডিভাইসটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর স্ক্যানার। স্ক্যানারটি কোনো শব্দ বা বাক্যের উপর চালালেই তা দ্রুত অনুবাদ করতে পারে। ডিভাইসটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে ৯৮% নির্ভুলতায় শব্দ ও বাক্য শনাক্ত করতে সক্ষম এবং মাত্র ০.৩ সেকেন্ডে অনুবাদ সম্পন্ন করে।
গিজমোশিমা-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডিভাইসটির ডিকশনারি বিশেষভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি। এতে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় ব্যবহৃত শব্দ ও বাক্যের বিশাল ভাণ্ডার সংযোজিত হয়েছে।
ইন্টারনেট ছাড়াই কার্যকরিতা
শাওমি জানিয়েছে, এই ডিভাইসটি ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করতে পারে, যা ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা। শুধু টেক্সট অনুবাদই নয়, এটি উচ্চারিত বাক্যও অনুবাদ করতে সক্ষম। ডিভাইসটিতে রয়েছে ৩.০২ ইঞ্চি আয়তাকার ডিসপ্লে, যা অনুবাদকৃত তথ্য প্রদর্শন করে। এতে ৩২ গিগাবাইটের অভ্যন্তরীণ স্টোরেজ এবং শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা একবার পূর্ণ চার্জে প্রায় ১০০ দিন পর্যন্ত সচল থাকতে পারে।
শাওমি আরও জানায়, পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি এই ডিভাইসটি টেকসই এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযোগী।
সূত্র: মেইল রু
প্রযুক্তি ডেস্ক
- প্রযুক্তি ডেস্ক#molongui-disabled-link
- প্রযুক্তি ডেস্ক#molongui-disabled-link
- প্রযুক্তি ডেস্ক#molongui-disabled-link
- প্রযুক্তি ডেস্ক#molongui-disabled-link