নিউজনেস্ট

গুজরাটে ভারতীয় প্রশাসনের হাতে সহস্রাধিক বাংলাদেশি অভিবাসী আটক!

গুজরাটে ভারতীয় প্রশাসনের হাতে সহস্রাধিক বাংলাদেশি অভিবাসী আটক!
গুজরাটে ভারতীয় প্রশাসনের হাতে সহস্রাধিক বাংলাদেশি অভিবাসী আটক! ছবি: সংগৃহীত

গুজরাট পুলিশের বড় ধরনের কম্বিং অপারেশনে রাজ্যের আহমেদাবাদ ও সুরাতে ১,০০০ জনেরও বেশি বাংলাদেশি অভিবাসী আটক হয়েছেন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। রাজ্য সরকার এটিকে এখন পর্যন্ত গুজরাটের ইতিহাসের সবচেয়ে বড় ধরপাকড় অভিযান বলে ঘোষণা করেছে।

গতকাল শনিবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংভি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, আটক ব্যক্তিদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আটককৃতদের মধ্যে ৮৯০ জন আহমেদাবাদ থেকে এবং ১৩৪ জন সুরাত থেকে গ্রেফতার করা হয়েছে।

এই অভিযানকে ‘ঐতিহাসিক সাফল্য’ বলে উল্লেখ করে সাংভি সতর্ক করে বলেন, গুজরাটে যারা অবৈধভাবে বসবাস করছেন, তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করুন, নইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ফেরত পাঠানো হবে। পাশাপাশি যারা এ ধরনের অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা মূলত ভুয়া নথিপত্র ব্যবহার করে গুজরাটে প্রবেশ করেছিল এবং রাজ্যের বিভিন্ন এলাকায় বসবাস করছিল। আর ভুয়া নথিপত্রগুলো বেশিরভাগই পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করা। তাদের পটভূমি ও কার্যকলাপ সম্পর্কে এখন বিস্তারিত তদন্ত শুরু হবে।

সাংভি আশ্বস্ত করেন, কেন্দ্রীয় সরকার ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ও সুচারুভাবে আটক অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই সঙ্গে যেসব ব্যক্তি ও চক্র ভুয়া নথিপত্র সরবরাহ করেছে, তাদেরও খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে গুজরাট পুলিশের মহাপরিচালক বিকাশ সাহায় জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও জাতীয়তা যাচাইয়ের জন্য নথি ও অন্যান্য প্রমাণপত্র পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

গতকাল শনিবার ভোর ৩টা নাগাদ শুরু হওয়া এই অভিযান ছিল অত্যন্ত পরিকল্পিত ও ভয়াবহ। রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করে অভিযান চালায় পুলিশ বাহিনী।

উপমহাদেশ ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত