ইসলামের ইতিহাসে এক অনন্য নাম জাফর বিন আবু তালিব রাজিয়াল্লাহু আনহু। যিনি ভালোবাসা ও ত্যাগের মূর্ত প্রতীক ছিলেন। তিনি ‘জুল জানাহাইন’ বা ‘দুই ডানার অধিকারী’ নামেও পরিচিত ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর জীবন ও অবদান ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় ।
পরিচয় ও বংশ
জাফর বিন আবু তালিব রাজিয়াল্লাহু আনহুর পুরো নাম জাফর বিন আবু তালিব বিন আব্দুল মুত্তালিব । তিনি কুরাইশ বংশের হাশেমি গোত্রের এবং রাসুলুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাত ভাই। তাঁর পিতার নাম আবু তালিব। এবং ছোট ভাইয়ের নাম চতুর্থ খলিফা হযরত আলি বিন আবু তালিব রাজিয়াল্লাহু আনহু। তাঁর বংশপরিচয়েই বোঝা যায়, তিনি নবি পরিবারের ঘনিষ্ঠ একজন ছিলেন।
উপাধি ও ভালোবাসা
রাসুল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ভালোবেসে ‘আবু মাসাকিন’ (গরিবদের অভিভাবক) উপাধি দিয়েছিলেন। এছাড়া তিনি পরিচিত ছিলেন ‘জাফর আত তাইয়ার’ (উড়ন্ত জাফর) এবং ‘জুল জানাহাইন’ (দুই পাখার অধিকারী) নামে। এই উপাধিগুলো তাঁর অসাধারণ গুণাবলিরই প্রতিফলন।
রাসুল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ‘জাফর আমার চেহারা ও চরিত্রের সবচেয়ে নিকটবর্তী। সে আমারই অংশ!’ তাঁর চরিত্র ছিল দয়া, সাহস ও মানবিকতায় পরিপূর্ণ। তিনি সাহাবিদের মধ্যে এক অনন্য গুণাবলির অধিকারী ছিলেন।
ইসলাম গ্রহণ ও দাওয়াহর কাজ
জাফর রাজিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণকারীদের মধ্যে ৩২তম ব্যক্তি। ইসলামের প্রতি তাঁর নিবেদন ছিল অসাধারণ। তিনি নবিজির দাওয়াহ প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ইসলামের সূচনালগ্ন থেকেই নবিজির পাশে থেকে সহায়তা করেন।
মুতা যুদ্ধে বীরত্ব ও দুই পাখার উপাধি
হিজরি অষ্টম বছরে সংঘটিত মুতার যুদ্ধ ছিল জাফর রাদিয়াল্লাহু আনহুর এক অবিস্মরণীয় অধ্যায়। এই যুদ্ধে তিনি অসীম সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন। তিনি ছিলেন যোদ্ধাদের কাতারে ইসলামের পতাকাবাহী। শত্রুদের মোকাবেলা করতে গিয়ে তাঁর দুই হাত কেটে যায়। তখন তিনি পতাকাটি নিজের বুক দিয়ে ধরে রাখেন। কিন্তু সবশেষ তিনি শহিদ হয়ে যান।
আল্লাহ তাঁর এই ত্যাগের পুরস্কারস্বরূপ জান্নাতে তাঁকে দুইটি পাখা প্রদান করেন, যার মাধ্যমে তিনি ফেরেশতাদের সঙ্গে উড়তে থাকেন। এ কারণেই তিনি ‘জুল জানাহাইন’ নামে খ্যাত হন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছেলে আবদুল্লাহ বিন জাফরকে বলেন, ‘তোমার বাবা জান্নাতে ফেরেশতাদের সাথে উড়ছেন।’
পাখার প্রকৃতি
জাফর রাজিয়াল্লাহু আনহুর পাখা বলতে পাখির মতো শারীরিক পাখা বোঝায় না। এটি এক ধরনের আধ্যাত্মিক মর্যাদার প্রতীক। আল্লাহ তাঁকে এমন এক মহৎ অবস্থানে উন্নীত করেছেন, যা কেবল ফেরেশতাদের ও বিশেষ বান্দাদের জন্য নির্ধারিত।
রাসুলুল্লাহ সা.-এর ভালোবাসা ও মর্যাদা
জাফর রাজিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবিদের একজন ছিলেন। খায়বার বিজয়ের দিনে নবিজি বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি না, খায়বার বিজয়ে বেশি খুশি হব নাকি জাফরের আগমনে!’ এই উক্তি তাঁর প্রতি নবিজির গভীর ভালোবাসা প্রকাশ করে।
জাফর বিন আবু তালিব রাজিয়াল্লাহু আনহু তাঁর ত্যাগ, বীরত্ব এবং উদারতার জন্য ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়। তাঁর জীবন আমাদের শেখায় কিভাবে সাহসিকতা, বিশ্বাস এবং নৈতিকতার সমন্বয়ে একজন প্রকৃত নেতা হওয়া যায়। তিনি ছিলেন নবি পরিবারের এক উজ্জ্বল নক্ষত্র, যার আলো যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে।