নিউজনেস্ট

শক্তিই মুক্তি: প্রতিরোধের পেছনে সফলতার গল্প

শক্তিই মুক্তি: প্রতিরোধের পেছনে সফলতার গল্প
আফগানিস্তানের কমান্ডো সৈনিক। ছবি : হুররিয়াত

যুদ্ধ, সংঘাত এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে পুরো বিশ্বে শক্তিই একমাত্র ভাষা যা সম্মান আদায় করে নেয়। ইতিহাসের পাতা বারবার দেখিয়েছে, শিখিয়েছে যা শক্তি দিয়ে কেড়ে নেওয়া হয়, তা পুনরুদ্ধার করতেও শক্তির প্রয়োজন। এই বাস্তবতা প্রমাণিত হয়েছে বিভিন্ন সময়ে সংঘটিত বন্দী মুক্তির চুক্তিতে, যেখানে প্রতিরোধ এবং সংগ্রাম এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

আমেরিকায় বন্দী আফগান নাগরিকের মুক্তি

সম্প্রতি আফগানিস্তানের ইসলামী আমিরাতের এক সফল চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কারাগারে ২০ বছর ধরে আটক এক আফগান নাগরিকের মুক্তি নিশ্চিত করা হয়েছে। এই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। চুক্তিটি শুধু যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগের মাধ্যমে সম্ভব হয়েছে। এটি ইসলামী আমিরাতের ধারাবাহিক সাফল্যের আরেকটি উদাহরণ, যা দেখিয়েছে যে বন্দীদের মুক্তি সংগ্রামের মাধ্যমেই সম্ভব।

গুয়ান্তানামো থেকে পাঁচ নেতার মুক্তি

এর আগে আমিরাতের আরেকটি চুক্তি বিশ্বব্যাপী আলোচিত হয়। গুয়ান্তানামো কারাগারে বন্দী ইসলামী আমিরাতের পাঁচজন নেতার মুক্তি হয়েছিল একজন মার্কিন সেনাকে মুক্ত করার বিনিময়ে। এটি শুধু একটি বন্দী বিনিময়ের ঘটনা নয়, বরং প্রতিরোধের এক বিশাল বিজয়। এতে বোঝা যায়, দৃঢ় সংকল্প ও ঈমানের সঙ্গে মোকাবিলা করেই বড় শক্তির সঙ্গে সমঝোতা সম্ভব

গাজার প্রতিরোধের দৃষ্টান্ত

গাজার বন্দী বিনিময় চুক্তিও এর এক অনন্য উদাহরণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করে প্রমাণ করেছে, প্রতিরোধই বন্দী মুক্তির একমাত্র পথ। গাজার প্রতিটি সাফল্য বিশ্বের কাছে এক বার্তা পৌঁছে দেয়, আর তা হলো—আত্মত্যাগ ছাড়া মুক্তি সম্ভব নয়।

প্রতিটি চুক্তির পেছনে ত্যাগ ও সংগ্রাম

এসব চুক্তি শুধুই কূটনৈতিক সফলতা নয়। এর পেছনে রয়েছে সম্মুখসারির যোদ্ধাদের ত্যাগ, রক্ত ও আত্মদান। প্রতিটি মুক্তি এক একটি গল্পের জন্ম দেয়—সংগ্রাম ও সাহসের গল্পের।

বন্দী মুক্তির চুক্তিগুলো প্রমাণ করে দিয়েছে, শক্তিই ন্যায়বিচার প্রতিষ্ঠার চাবিকাঠি। আলোচনার টেবিল তখনই সফল হয়, যখন তা শক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠে। প্রতিরোধের পথ ধরে বন্দীরা পরিবারে ফিরে আসে। ইতিহাস সাক্ষ্য দেয়, স্বাধীনতা কখনো দান নয়, এটি অর্জিত হয় আত্মত্যাগের মাধ্যমে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত