ইতিহাসের এক স্মরণীয় নাম আবু মুসলিম আল খোরাসানি। পুরো নাম আবদুর রহমান ইবনে মুসলিম। তবে ইব্রাহিম নামেও তিনি পরিচিত ছিলেন। আব্বাসি বিপ্লবের অগ্রগামী এই নেতা উমাইয়া শাসনের পতন ঘটিয়ে ইসলামি ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন।
তাঁর জন্ম, বংশপরিচয় এবং জীবনধারা নিয়ে নানা মত রয়েছে। বলা হয়, তাঁর পিতা ছিলেন ফারসি এবং মাতা ছিলেন এক দাসী। নিজের বংশপরিচয় তিনি বরাবরই গোপন রাখতে চেয়েছিলেন। শৈশবেই তাঁর পরিবার দারিদ্র্যের মুখোমুখি হয়, যা তাঁর জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে।
শৈশব ও নাম পরিবর্তন
আবু মুসলিমের জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও অনেকেই মনে করেন, ইস্পাহানের নিকটবর্তী মাহী বাসরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি ইসা আল আজলির পরিবারে গৃহকর্মে সহায়তা করতেন। কুফায় গিয়ে তাঁর জীবনের মোড় পরিবর্তন হয়। সেখানে আব্বাসি আন্দোলনের নেতাদের সাথে তাঁর পরিচয় হয় এবং তাঁদের আহলে বায়তের প্রতি আনুগত্যের আদর্শে তিনি গভীরভাবে প্রভাবিত হন।
এই সময় তাঁর নাম পরিবর্তন করে আবদুর রহমান রাখা হয় এবং তিনি ‘আবু মুসলিম’ নামে পরিচিতি লাভ করেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি আব্বাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন, যা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপন করে।
খোরাসানে নেতৃত্ব ও বিপ্লবের সূচনা
আব্বাসি নেতারা আবু মুসলিমকে খোরাসানের দায়িত্ব দেন। তাঁর কম বয়স নিয়ে প্রথমে অনেকেই সংশয় প্রকাশ করলেও তাঁর সাহসিকতা ও নেতৃত্বের দক্ষতা সে সব সংশয় দূর করে। খোরাসানকে তিনি বিপ্লবের কেন্দ্রস্থলে পরিণত করেন।
খোরাসানে অবস্থানকালে তিনি পারস্য, খোয়ারিজম এবং ট্রান্সঅক্সিয়ানা অঞ্চলকে নিয়ন্ত্রণে আনেন। তাঁর নেতৃত্বে উমাইয়া শাসনের পতন ঘটে। তিনি খোরাসানে একপ্রকার স্বাধীন শাসকের মতো শাসন চালাতে থাকেন এবং আব্বাসি বিপ্লবকে সফলতার শিখরে পৌঁছে দেন। তাঁর নেতৃত্বে ৭৫০ সালে আব্বাসি খেলাফত প্রতিষ্ঠা হয়।
ক্ষমতার দ্বন্দ্ব ও পতন
আবু মুসলিমের ক্ষমতা ও প্রভাব ক্রমশ বেড়ে গেলে খলিফা আবু জাফর আল মানসুরের মনে সন্দেহ সৃষ্টি হয়। সামরিক শক্তি, অর্থনৈতিক দাপট এবং জনগণের সমর্থনে আবু মুসলিম প্রভাবশালী হয়ে উঠেছিলেন। এসব দেখে খলিফা তাঁর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করেন।
খলিফার আহ্বানে আবু মুসলিম সভায় যোগ দিলে প্রথমে আলোচনার আড়ালে শান্তি দেখানো হয়। কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী, খলিফার নির্দেশে প্রহরীরা তাঁকে হত্যা করে। তাঁর মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ঘটনা ছিল না; এটি আব্বাসি শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্বের এক মর্মান্তিক উদাহরণ হয়ে ওঠে।
ইতিহাসে আবু মুসলিমের অবস্থান
আবু মুসলিম আল খোরাসানি ছিলেন একজন বিপ্লবী নেতা। যাঁর কৌশল এবং দৃঢ়তার ফলে আব্বাসি খেলাফত প্রতিষ্ঠা লাভ করেছিল। কিন্তু অভ্যন্তরীণ সংঘাতের শিকার হয়ে তাঁর জীবন শেষ হয় খুব দ্রুতই। তবুও ইতিহাসে তাঁর অবদান অম্লান। তিনি শুধু এক সামরিক নেতা ছিলেন না, ছিলেন এক সমাজ পরিবর্তনের কারিগর। তাঁর বিপ্লবী কর্মকাণ্ড প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে।