নিউজনেস্ট

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৭৮৯ কোটি টাকা!

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৭৮৯ কোটি টাকা!
এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৭৮৯ কোটি টাকা! ছবি: নিউজনেস্ট

ঈদুল ফিতরের ছুটির প্রভাব পড়েছে প্রবাসী আয়েও। তবে মাসের প্রথম পাঁচদিনে আয়ের ধীরগতি থাকলেও পরের সাতদিনে গতি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশের টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৭৮৯ কোটি ৩৩ লাখ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫৩ পয়সা ধরে)।

আজ রোববার ১৩ই এপ্রিল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্চে রেকর্ড, এপ্রিলের শুরুতে ভাটা

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে প্রবাসী আয়ের নতুন রেকর্ড হয়েছে—৩২৯ কোটি ৫৬ লাখ ডলার এসেছে মাসটিতে। রোজা এবং ঈদকে কেন্দ্র করে সেই সময়টাতে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর গতি ছিল চোখে পড়ার মতো।

তবে এপ্রিলের শুরুতেই পড়েছে ছুটির ছায়া। টানা ৯ দিনের ঈদের ছুটির মধ্যে এপ্রিলের প্রথম পাঁচ দিন পড়ে যাওয়ায় রেমিট্যান্সে ভাটা দেখা দেয়। তবে ঈদের পরের সাতদিনে গতি ফিরে আসে।

গড়ে বেড়েছে আয়

চলতি এপ্রিলের প্রথম ১২ দিনে দৈনিক গড় রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ডলার। আগের বছরের এপ্রিল মাসে এই গড় ছিল ৬ কোটি ৮১ লাখ ৪১ হাজার ডলার। সেই হিসাবে দৈনিক গড়ে আয় বেড়েছে প্রায় ২৮.৭০ শতাংশ।

কোন ব্যাংকে কেমন রেমিট্যান্স?

এপ্রিলের প্রথম ১২ দিনে প্রবাসী আয় সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—৫৯ কোটি ৩ লাখ ডলার।রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৬৮ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ২৮ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ২৩ লাখ ডলার।

একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সোনালী ব্যাংকের মাধ্যমে—২৪ কোটি ৮৬ লাখ ডলার। এরপর রয়েছে ইসলামী ব্যাংক, যার মাধ্যমে এসেছে ১৫ কোটি ৮৮ লাখ ডলার।

উল্লেখ্য, প্রবাসী আয়ে ঈদকে ঘিরে যেমন ছিল ইতিবাচক ধারা, তেমনি ছুটির কারণে ছিল কিছুটা শ্লথ গতি। তবে বছরের তুলনায় গড় আয় বাড়ছে, যা দেশের অর্থনীতির জন্য স্বস্তির বার্তা।রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা ও সহজ প্রেরণ ব্যবস্থার গুরুত্ব এখানে আরও স্পষ্ট হয়ে উঠছে।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত