নিউজনেস্ট

সয়াবিন তেল লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকা, কার্যকর আজ থেকেই

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকা, কার্যকর আজ থেকেই
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকা, কার্যকর আজ থেকেই। ছবি : সংগৃহীত

দীর্ঘ টানাপোড়েন আর দর-কষাকষির পর অবশেষে বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। আজ ১৩ এপ্রিল থেকে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। অর্থাৎ প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে।

এই দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আজ থেকেই নতুন দাম কার্যকর।

শুধু এক লিটারের দাম নয়, পাঁচ লিটারের বোতলের দামও এক লাফে ৭০ টাকা বেড়ে হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতল তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের দামও বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি লিটার খোলা তেলের দাম হবে ১৬৯ টাকা, আগে যা ছিল ১৫৭ টাকা।

রমজানের আগে তেলের ওপর সরকারের দেওয়া শুল্ক ও কর রেয়াতের মেয়াদ শেষ হয়েছে ৩১ মার্চ। এরপরই মিলমালিকেরা তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন। তারা বোতলজাত তেলের দাম লিটারে ১৮ টাকা, আর খোলা তেলের দাম লিটারে ১৩ টাকা বাড়াতে চেয়েছিলেন।

ব্যবসায়ীরা প্রস্তাব দিলেও বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে একাধিক বৈঠক হয়। শেষ পর্যন্ত বোতলজাত তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোতে দুই পক্ষ একমত হয়।

ট্যারিফ কমিশন আমদানি পর্যায়ে তেলের ওপর শুল্ক রেয়াত ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো সেই বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি।

তেলের এই নতুন দাম ঈদের ঠিক পরপরই সাধারণ মানুষের ঘাড়ে বাড়তি বোঝা চাপিয়ে দিলো। এখন শুল্ক সুবিধা ফেরানো হবে কি না এবং সেটি বাজারে কিছুটা স্বস্তি আনতে পারে কিনা—এটাই দেখার বিষয়।

নিউজনেস্ট ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত