তিন মাসের বিরতির পর আবারও সুখবর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পেরিয়ে গেল ২১ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে রিজার্ভের এই উল্লম্ফন ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছিল ২০ বিলিয়ন ডলারে। তবে মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় দেশে আসায় আবারও ঘুরে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, রোববার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী (বিপিএম-৬ পদ্ধতিতে), গ্রস রিজার্ভের পরিমাণ ২১ দশমিক ১১ বিলিয়ন ডলার।
এদিকে আইএমএফের ঋণ পাওয়ার শর্ত অনুযায়ী, আগামী জুনের মধ্যে নিট রিজার্ভ (এনআইআর) ১৭ বিলিয়ন ডলার রাখতে হবে। বর্তমানে এই নিট রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, নির্ধারিত সময়ের মধ্যে আইএমএফের শর্ত পূরণ করতে পারব। রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে আছে।’
বিশ্লেষকদের মতে, আসন্ন ঈদ এবং হজ মৌসুম সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে, যা রিজার্ভে বাড়তি সহায়ক হবে।
রিজার্ভ নিয়ে আশঙ্কা থাকলেও প্রবাসীদের পাঠানো আয় আবারও দেশের অর্থনীতিকে দিলো স্বস্তির নিঃশ্বাস। আইএমএফের শর্ত পূরণে বাংলাদেশ ব্যাংকের আশা ও আত্মবিশ্বাস ইতিবাচক বার্তা দিচ্ছে বাজারকে।
নিউজনেস্ট ডেস্ক
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link