দেশীয় শিল্প সুরক্ষায় বড় এক পদক্ষেপ নিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি। ফলে দেশের সুতা শিল্পে ফিরতে পারে চাঙ্গাভাব। আর বাজারে সুতার দামও হতে পারে স্থিতিশীল।
গত ১৩ই এপ্রিল জারি করা এই প্রজ্ঞাপন আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারীসহ দেশের সব স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধ। তবে সমুদ্র ও আকাশপথে সুতা আমদানিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্যারিফ কমিশনের অনুরোধে এই সিদ্ধান্ত নেয় এনবিআর। কারণ, ভারত থেকে কম দামে সুতা আমদানির ফলে দেশীয় মিলগুলোর উৎপাদিত সুতা অবিক্রিত থেকে যাচ্ছিল। এতে লোকসানে পড়ছিলেন দেশীয় উদ্যোক্তারা।এই নিষেধাজ্ঞার ফলে এখন দেশীয় সুতা বিক্রির সুযোগ বাড়বে। মিলগুলো আগের চেয়ে ভালো দামে সুতা বিক্রি করতে পারবে। ফলে উৎপাদন বাড়াতে উৎসাহ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও তৈরি হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এতে বাজারে দেশীয় সুতার সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল থাকবে। যা তৈরি পোশাক শিল্পের জন্যও দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে কিছু পোশাক রপ্তানিকারক সংগঠন আশঙ্কা করছে, আমদানিকৃত সুতার কম দামে যে সুবিধা পেত তারা, তা কিছুটা কমে যেতে পারে। তবে সরকার মনে করছে, দেশীয় শিল্পের বিকাশ এবং বাজার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত হবে সময়োপযোগী ও লাভজনক।
নিউজনেস্ট ডেস্ক
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link